করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সরকার ঘোষিত লকডাউন নিশ্চিত করতে ব্যতিক্রমী অভিযান ও প্রচারণা চালানো হচ্ছে রাউজানে। গতকাল মঙ্গলবার কাপ্তাই সড়ক পথের জনবহুল স্থানে ব্যতিক্রমী প্রচারণায় মাঠে নামেন রাঙ্গুনিয়া সার্কেলের (রাউজান-রাঙ্গুনিয়া) সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম। তিনি সঙ্গীয় ফোর্সদের হাতে লাঠির মাথায় করোনা ভাইরাস সদৃশ বস্তু দিয়ে হেঁটে মাইকিং করে সকলকে সতর্ক করছিলেন এভাবে- ‘আমি করোনা ভাইরাস বলছি, আমার থেকে নিরাপদ থাকতে যদি চাও সামজিক দূরত্ব মানো, মুখে মাস্ক লাগাও…’। এদিন সরকার ঘোষিত লকডাউন নিশ্চিত করতে রাউজান উপজেলা প্রশাসন রাস্তাঘাট ও হাটবাজারে অভিযান চালান। সকাল থেকে দুপুর পর্যন্ত রাউজান ফকির হাট বাজার, মুন্সির ঘাটা, সূর্যসেন চত্বর এলাকায় অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। এসময় সড়কের উপর গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক দাঁড় করিয়ে রাখার অপরাধে মেসার্স হাসিনা ট্রেডিং কর্পোরোশনকে ২০ হাজার টাকা, রাউজান ফকির হাট বাজারের শিব শংকর হোটেলকে ১ হাজার টাকা, মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহন চালককে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।ধ