জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফসানা করিম রাচির ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। তাঁর অকালে চলে যাওয়া কেবল একজন পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় ও দেশের অপূরণীয় ক্ষতি। ক্যাম্পাসে যানবাহনের অনিয়ন্ত্রিত গতি এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতাই এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ।
একটি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়; এটি শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক শান্তির ক্ষেত্রও। এ ধরনের দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ক্যাম্পাসের ভেতরে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করা কতটা জরুরি। ভবিষ্যতে রাচির মতো আর কাউকে যেন অকালমৃত্যুর শিকার হতে না হয়, তার জন্য যানবাহনের গতিবেগ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তুহিন চাকমা
শিক্ষার্থী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।