নিরাপদ ও জনবান্ধব হোক ফুটওভার ব্রিজ

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

যত্রতত্র রাস্তা পারাপার দুর্ঘটনার অন্যতম কারণ। এক জরিপে দেখা গেছে, সড়ক দুর্ঘটনার শতকরা ৫২ শতাংশই হয়ে থাকে পথচারীদের অনিরাপদভাবে রাস্তা পারাপারের দরুণ। আসলে, সড়কের উপর ফুটওভার ব্রিজ থাকলেও মানুষের তাতে খুব বেশী আগ্রহ নেই। ফুটওভার ব্রিজের প্রতি মানুষের এমন অনাগ্রহের অনেকগুলো কারণ রয়েছে। বড় কারণগুলোর অন্যতম হলো, মোড় বা চত্বর থেকে ব্রিজের অবস্থান দূরে হওয়া, ব্রিজে হকার, মাদকসেবী, গৃহহীন মানুষদের অবস্থান নেয়া সহ ব্রিজ ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ইত্যাদি। দেখা যায়, অনেক ব্রিজে পর্যাপ্ত আলো নেই যার ফলে জনগণ অনেক সময় অপ্রত্যাশিত বিপদের আশংকা করেন। কোনো কোনো জায়গায় আবার ছিনতাই এর মতো ঘটনারও প্রমাণ মেলে। তাছাড়াও, কিছু কিছু ব্রিজের অবকাঠামোগত নকশা খুবই বাজে। এসব ব্রিজের উঁচু সিঁড়িতে বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের উঠতেও যেমন কষ্ট হয় তেমনি নামতেও দুর্ঘটনার ভয় থেকেই যায়। সর্বোপরি, জনগণকে ফুটওভার ব্রিজের প্রতি আগ্রহী করে তুলতে ব্রিজ থেকে অবাঞ্ছিত ব্যাবসা ও লোকজনকে উচ্ছেদ করতে হবে, ব্রিজের নিরাপদ পরিবেশ রক্ষার্থে ট্রাফিক পুলিশকে নিয়মিত তদারকি করতে হবে। এবং, ভবিষ্যৎ ব্রিজগুলোকে জনবান্ধব নকশায় গড়ে তুলতে হবে। বহুল ব্যবহৃত ব্রিজগুলোতে প্রয়োজনে বৈদ্যুতিক সিঁড়ি যুক্ত করতে হবে। তবেই, জনগন ফুটওভার ব্রিজ ব্যবহারে উৎসাহী হবে। এবং, আশানুরূপ হারে কমবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

মোঃ নাঈম ইসলাম,
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

পূর্ববর্তী নিবন্ধজর্দানো ব্রুনো: স্মৃতিবর্ধন পদ্ধতির প্রবর্তক শহীদ বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধহৃদয়ে বসন্ত