ইন্টারনেট ছাড়া আমাদের একটা দিনও অকল্পনীয়। অফিসের কাজে, পড়াশোনার প্রয়োজনে, তথ্য–উপাত্তের প্রয়োজনে মোট কথা সবকিছু আমাদের হাতের মুঠোয় ইন্টারনেটের কারণে। কিন্তু ইন্টারনেটের ব্যবহার আমাদের শুধু উপকারই করছে তা নয়, অনেক ক্ষতিও করছে। এর প্রধান কারণ অনিরাপদ ইন্টারনেট। অনিরাপদ ইন্টারনেটের ফলে অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের ঝুঁকি, পরিচয় চুরির বহু ঘটনা ঘটে থাকে। আবার ভুল তথ্য ছড়িয়ে ইন্টারনেট ব্যবহারকারীকে বিভ্রান্ত করা হয়। তাছাড়া অনিরাপদ ইন্টারনেটের কারণে ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, ইমেইল আইডি, ক্রেডিট কার্ড, ডেভিড কার্ডের তথ্য ইত্যাদি হ্যাকারদের হাতে পড়তে পারে। হ্যাকাররা এ পরিচয় চুরি করেও ব্যক্তির নামে বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে পারে বা ক্রেডিট কার্ড ব্যবহার করে জিনিসপত্র কিনতে পারে। এছাড়াও ইন্টারনেটে বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ পাতা থাকে। যার ফলে ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনিরাপদ ওয়েবসাইটে গেলে বা ইমেইলের মাধ্যমে কম্পিউটারে ভাইরাস বা ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। যা ডেটা নষ্ট করতে পারে বা কম্পিউটারের গতি কমিয়ে দিতে পারে। অনিরাপদ ইন্টারনেটে শিশুদের জন্য ক্ষতিকর বিভিন্ন খারাপ কনটেন্ট পাওয়া যায়। যার সংস্পর্শে এলে তাদের মানসিক ও শারীরিক বিকাশে সমস্যা হতে পারে। ইন্টারনেটে অনেকে একে অপরের সাথে খারাপ ব্যবহার করে বা হুমকি দেয়। এ ধরনের সাইবার বুলিংয়ের শিকার হলে ব্যক্তি হতাশাগ্রস্ত হতে পারে এবং এমনকি আত্মহত্যাও করতে পারে। তাই নিরাপদ ইন্টারনেট ব্যবহারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
কাজী মালিহা আকতার
শিক্ষার্থী,
চট্টগ্রাম কলেজ।