চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ৪০টি পরিবারের ১৬০ জন সদস্যকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের শঙ্কায় গতকাল সন্ধ্যা থেকে পোড়া কলোনি পাহাড়, এ কে খান পাহাড়, ডেবার পাড় পাহাড়, মিয়ার পাহাড়, টাংকির পাহাড়, ফরেস্ট হিল, মতিঝর্ণা পাহাড়, বাটালি পাহাড়, ফিরোজশাহ ও কৈবল্যধাম এলাকার পাহাড়ে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণকে সতর্ক করে মাইকিং করা হয়। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে লালখানবাজার এলাকার পোড়া কলোনি এবং গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকার ডেবার পাড় পাহাড় থেকে ১০টি পরিবারের ৫০ জন সদস্য, বায়েজিদ বোস্তামি এলাকার মিয়ার পাহাড় থেকে ১০টি পরিবারের ৫০ জন সদস্য এবং মতিঝর্ণা ও বাটালি পাহাড় থেকে ২০টি পরিবারের ৬০ জন সদস্যকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়। তাদের রাতের খাবারসহ আনুষঙ্গিক জিনিসপত্র প্রদান করা হয়েছে।