নিরাপত্তা শঙ্কায় ঢাকার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিহত শরীফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। গতকাল শনিবার রাত ৮টার দিকে শাহবাগ থানায় এ জিডি করেন। তবে কোন দিক থেকে নিরাপত্তা শঙ্কা সেটি কিংবা কারও নাম বলা হয়নি। এতে তিনি নিজের এবং হাদির সন্তানের নিরাপত্তা শঙ্কার কথা বলেছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, তিনি নিরাপত্তাহীন মনে করে একটি জিডি করেছেন, কিন্তু সেখানে কারো নাম উল্লেখ করা হয়নি। খবর বিডিনিউজের।
গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ভাই ওমরকে গত ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সাহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর এক সপ্তাহের মাথায় নিজেকে নিরাপত্তাহীন মনে করে পুলিশের দ্বারস্থ হলেন তিনি।
জিডিতে ওমর লিখেছেন, শহীদ ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে এমন আশংকা করছি। হাদির খুনি চক্র গ্রেপ্তার না হওয়ায় যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে তিনি মনে করছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তার পরিবারের সুনাম ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ তার। তিনি বলেন, আমাকে হত্যা করতে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও শহীদ হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।
জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে মোটরসাইকেলে আসা আততায়ী। গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।












