নিরাপত্তা বাড়লেও কমেছে আশা

তালেবান শাসনের এক বছর

| মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

কাবুলে কিছু লোক তালেবান শাসনের এক বছর পূর্তি উদযাপনে ফাঁকা গুলি ছুড়লেও নগরীর বাসিন্দাদের মধ্যে কোনো উল্লাস নেই। গত বছরের নভেম্বরে কাবুলে সামরিক প্যারেডের সময় একটি গাড়িতে বসে আছেন তালেবান সদস্যরা। আফগানিস্তানে তালেবান শাসনের এক বছর পূর্তি হলেও বাড়তে থাকা দারিদ্র্য, খরা, অপুষ্টি ও নারীদের স্বপ্ন ম্লান হওয়ার পরিস্থিতিতে অনেকটা নিঃশব্দেই দিনটি উদযাপিত হচ্ছে। সোমবার রাজধানী কাবুলে কিছু লোক দিনটি উদযাপনের উদ্দেশ্যে ফাঁকা গুলি ছুড়লেও নগরীর ৪৫ লাখ বাসিন্দা শান্তভাবে দিনটি পার করছে। এক বছর আগের এদিনে তালেবান মিছিল করে কাবুল নগরীতে প্রবেশ করেছিল। খবর বিডিনিউজের। এর আগে কট্টরপন্থি গোষ্ঠীটির যোদ্ধারা যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি বাহিনী ও তাদের মিত্র আফগান বাহিনীর সঙ্গে লড়াইরত ছিল, ওই সময়ের চেয়ে আফগানিস্তান এখন অনেক নিরাপদ হয়েছে। ইসলামিক স্টেটের স্থানীয় একটি শাখা এই এক বছরে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালানো সত্ত্বেও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু তুলনামূলকভাবে নিরাপত্তা বাড়লেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার পথে আফগানিস্তানকে নিয়ে যেতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তালেবান তার মুখে লাগাম পরাতে পারেনি। মূলত বিদেশি সরকারগুলো তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ায় দেশটি নিঃসঙ্গ হয়ে পড়াতে এমন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ার মিত্রদের সর্বাধুনিক অস্ত্রে সাজাতে প্রস্তুত রাশিয়া
পরবর্তী নিবন্ধদুর্নীতির দায়ে সু চিকে আরও ৬ বছরের কারাদণ্ড