নিরাপত্তা প্রধান ও শীর্ষ কৌঁসুলিকে বরখাস্ত করলেন জেলেনস্কি

| মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১১:২১ পূর্বাহ্ণ

ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা প্রধান এবং শীর্ষ কৌঁসুলিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রভাবশালী এই দুই কর্মকর্তার বিরুদ্ধে দেশদ্রোহের একাধিক ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। জেলেনস্কি বলেন, রাশিয়া-অধিকৃত অঞ্চলগুলোতে ইউক্রেনের বিরুদ্ধে এখন সাবেক ৬০ জনেরও বেশি কর্মচারি কাজ করছে। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৬৫১টি দেশদ্রোহ এবং শত্রুদের সঙ্গে যোগসাজশের মামলা খোলা হয়েছে। খবর বিডিনিউজের।

বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন, ইভান বাকানভ এবং ইরায়না ভেনেদিকতোভা। তারা এখনও প্রেসিডেন্ট জেলেনস্কির আদেশের বিষয়ে কোনও মন্তব্য করেননি। গত রোববার এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, দেশের জাতীয় নিরাপত্তার ভিত্তিমূলের বিরুদ্ধে একের পর এক এই ধরনের অপরাধ দুটি সংস্থার প্রধানকে নিয়ে অত্যন্ত গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। প্রতিটি প্রশ্নের সমুচিত জবাব দেওয়া হবে।

এরপর ইউক্রেনের আন্দ্রেই স্মিরনভ টিভিতে জেলেনস্কির এক শীর্ষ উপদেষ্টা বিষয়টি পরিষ্কার করে জানান, দুই র্শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়নি বরং তদন্তের স্বার্থে আপাতত অপসারণ করা হয়েছে। বিবিসি জানায়, বরখাস্ত হওয়া এসবিইউ প্রধান ইভান বাকানভ জেলেনস্কির ছোটবেলার বন্ধু।এর আগে ক্রাইমিয়ায় এসবিইউ এর আঞ্চলিক প্রধান ওলেহ কুলিনিচকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকেও দেশদ্রোহের অভিযোগে সন্দেহ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণঘাতী মারবার্গ ভাইরাসে ঘানায় প্রথম মৃত্যু
পরবর্তী নিবন্ধনগরীতে বুস্টার ডোজ শুরু, চলবে বিকেল পর্যন্ত