‘নিরাপত্তা জোন’ অজুহাতে রাফা দখলে নিয়েছে ইসরায়েল

| শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

গাজার রাফা শহরে ‘নিরাপত্তা জোন’ তৈরির নামে আবারও আগ্রাসী পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে রাফা ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ট্যাংক ও বুলডোজার নিয়ে একের পর এক ধ্বংস করে দেওয়া হচ্ছে ঘরবাড়ি ও স্থাপনা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হুঁশিয়ারি দিয়েছেন, পুরো গাজা উপত্যকা ক্রমান্বয়ে দখল করা হবে। তিনি দাবি করেছেন, গাজার গুরুত্বপূর্ণ কিছু এলাকাও এরই মধ্যে দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফা সীমান্তে ইসরায়েলি স্থলবাহিনীর অভিযান যেমন চলছে, তেমনি চলছে ট্যাংক ও বুলডোজারের তাণ্ডব। গেল কয়েকদিন ধরে রাফার পরিস্থিতি এক রকম যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে।

আইডিএফ জানিয়েছে, মিশর সীমান্ত সংলগ্ন অঞ্চলটির বিস্তীর্ণ অংশ তারা দখলে নিয়েছে। ইয়োভ গ্যালান্ট আরও জানান, গাজা উপত্যকার পরিধি কমিয়ে আনার পরিকল্পনাও বাস্তবায়ন হচ্ছে। তার দাবি, হামাস আত্মসমর্পণ না করা পর্যন্ত আমাদের অভিযান চলবে।

ইতোমধ্যে সন্ত্রাসীদের কোণঠাসা করতে সক্ষম হয়েছি ও গাজার অনেক এলাকার নিয়ন্ত্রণও নিয়েছি। আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা ও সমালোচনা উপেক্ষা করেই গত মাসে গাজায় স্থল অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েল।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ৩ খুনির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করলো তালেবান
পরবর্তী নিবন্ধ১০ বছরে দুবাইয়ে ধনীদের সংখ্যা বেড়েছে ১০২ শতাংশ