সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে স্ক্র্যাপ সামগ্রী চুরি করে নিয়েছে লোহা চোর চক্র। এসময় তাদের মারধরে ইয়ার্ডের ইনচার্জসহ পাঁচজন আহত হয়। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা জোরামতলস্থ সাগর উপকূলে অবস্থিত এসএল স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল বুধবার সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করেন, সোমবার রাতে ১৫-২০ জনের সংঘবদ্ধ চোরের দল একটি ইঞ্জিন চালিত নৌকায় এসে এসএল স্টিল শিপ ইয়ার্ডে হানা দেয়। এসময় ডাকাতদলের সদস্যরা দায়িত্বরত ইনচার্জসহ পাঁচ নিরাপত্তা কর্মীকে মারধর করে একটি রুমে আটকিয়ে রাখে। তাদের মারধরে দায়িত্বরত ইনচার্জ মুসলিম উদ্দিন মিন্টু (৩৪), নিরাপত্তা কর্মী মো. লিটন (৩৫), সালাউদ্দিন (৪০), সাইদ আলী (৫০), বিদ্যুৎ কর্মী তারেক (২৮) আহত হয়।
পরে তারা উইজ মেশিন ব্যাটারি, জাহাজ থেকে তামা, পিতল, গেইট বাল্ব, পাম্প ও এসএসসহ মূল্যবান জাতীয় মালামাল নিয়ে যায়। এসব স্ক্র্যাপ সামগ্রীর আনুমানিক মূল্যে প্রায় ৩ লাখ টাকা।
ইয়ার্ডটির কর্মকর্তা কাইছার উল আলম বলেন, শিপ ইয়ার্ডকে ঘিরে সোনাইছড়ি সমুদ্র উপকূল এলাকায় একটি সংঘবদ্ধ চোরের চক্র গড়ে উঠেছে। তারা প্রতি রাতে সাগর উপকূলের কোনো না কোনো ইয়ার্ডে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে স্ক্র্যাপ লোহা ও স্ক্র্যাপ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত) মো. আবু সাইদ জানান, ইয়ার্ড কর্তৃপক্ষ লোহা চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করেন। চুরির ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।