নিরব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কোয়ালিটি

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। ফাইনালে তারা খেলবে সানরাইজ ক্রিকেট একাডেমির বিপক্ষে। সেমিফাইনাল ম্যাচে সি এস স্পোর্টসকে ৭ উইকেটে পরাজিত করে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। প্রথমে ব্যাট করে সি এস স্পোর্টস ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ৭১ রান করে। দলের রাকিবুল ১৮ রান করে। কোয়ালিটির শাকিল ৩টি উইকেট নেয়। জবাবে কোয়ালিটি ১১.১ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৭৩ রান তুলে নেয়। দলের ফাহিম ২৫ ও রনি ১৮ রান করে। ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের শাকিল। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার ও চট্টগ্রাম আম্পায়ার এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সিনিয়র সদস্য আলি আকবর।

পূর্ববর্তী নিবন্ধমেসির কলকাতা সফরে তুলকালাম
পরবর্তী নিবন্ধসিজেকেএস হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ