নিরব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সুপার সিক্সে সিসিএ

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপের ম্যাচে সাইনিং স্পোর্টস একাডেমিকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি সুপার সিক্সে উঠেছে।

প্রথমে ব্যাট করে সি সি এ ৪০ ওভার খেলে ৯ উইকেটে ২৮৫ রান করে। দলের জয় ৫৩, ফারদিন ৪৯ ও রাকিব ৪০ রান করে। সাইনিং একাডেমির মুশফিকুর, আরাফাত ও মাইনুল ২ টি করে উইকেট নেন। জবাবে সাইনিং ১৪.৩ ওভার ব্যাট করে মাত্র ৩৯ রানে সব উইকেট হারায়। দলের খোরশেদ ১১ রান করে। সিসিএ’র সাবিদ ৩টি,রানা ও সাইদ ২টি করে উইকেট নেয়। ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ী দলের ফারদিন। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার অঞ্জন সিং।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল
পরবর্তী নিবন্ধবাংলাদেশের প্রতিপক্ষ আজ মালয়েশিয়া