এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপের ম্যাচে সাইনিংকে ২০ রানে পরাজিত করেছে এস এস ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করে এস এস একাডেমি ৩৯.১ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৫৬ রান করে। দলের অনুরাগ বড়ুয়া ২৪ রান ও ফরহাদ ১৮ রান করে। সাইনিং একাডেমির মাসফিকুল ও ইমন ৩টি করে উইকেট নেয়।
জবাবে সাইনিং ৩৯.৩ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। দলের আদনান ৩৬ রান ও অপূর্ব ১৯ রান করে। এস এস একাডেমির মারোয়ান মারুফ ৪টি উইকেট নেয়। ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের মারোয়ান মারুফ। তার হাতে পুরস্কার তুলে দেন এস এস ক্রিকেট একাডেমির অভিভাবক জজ মিয়া।












