নিরব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কে এম একাডেমির জয়

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৪৩ পূর্বাহ্ণ

এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টে এর এফ গ্রুপের ম্যাচে ইস্পাহানীকে হারিয়ে কে এম ক্রিকেট একাডেমি ২০ রানে জয় লাভ করে। কে এম একাডেমি (১৫৪/১০/৩৬.) অর্জুন চৌধুরী ৬৩ রান করে। ইস্পাহানীর সাইম ৩টি ও হুনান এবং তানভীর ২ টি করে উইকেট নেয়। ইস্পাহানী (১৩৪/১০/৩৮.) জিসান ৪১ রান করে। কে এম একাডেমি রাব্বী ৫ টি উইকেট নেন । ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ী দলের রাব্বী। তার হাতে পুরস্কার তুলে দেন শ্যামলি এন আর এর ডিস্‌সট্রিবিউশন অফিসার ও এস এস ক্রিকেট একাডেমির পরিচালক সুমন দাশ ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে বউচি খেলায় ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জয়লাভ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজিত