নিরব স্মৃতি ক্রিকেটের সুপার ফোরে সানরাইজ একাডেমি

| মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:২২ পূর্বাহ্ণ

এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টের ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে সানরাইজ ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জয় লাভ করে। এতে করে তারা সুপার ফোরে উন্নীত হয়েছে। গতকাল প্রথমে ব্যাট করে বি এস একাডেমি ৩৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৫ রান করে। দলের আরিফুল ৫১ রান ও আদিল ৩০ রান করে। সানরাইজ একাডেমির আরাফ ও জুনায়েদ ৩টি করে উইকেট নেয়।

জবাবে সানরাইজ ৩৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলে নেয়। দলের শ্রীকান্ত ৫২ ও মিনহাজ ৩৬ রান করে। বি এস একাডেমির আদিল ও সিয়াম ২টি করে উইকেট নেয়। ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের জুনায়েদ। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সিনিয়র হেল্‌থ অফিসার মো. সাহাদাত হোসেন।

পূর্ববর্তী নিবন্ধসিলেট টেস্টে জয়ের স্বাদ নিতে চায় আইরিশরা
পরবর্তী নিবন্ধসেমিফাইনালে চট্টগ্রাম আজ দিনাজপুরের মুখোমুখি