নিরব স্মৃতি ওডিআই ক্রিকেটে সি এস স্পোর্টস একাডেমির জয়

| শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে সি এস স্পোর্টস একাডেমি ৫৪ রানে বন্দর স্পোর্টস কমপ্লেক্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে সি এস একাডেমি ২০ ওভার খেলে ৮ উইকেটে ১৬২ রান করে। দলের রাকিবুর রহমান ৮১ ও আবির ২৫ রান করে। বন্দর কমপ্লেক্সের পারভেজ ও ওয়াসি ২টি করে উইকেট নেয়।

জবাবে বন্দর ১৮.৩ ওভারে সব উইকেটে হারিয়ে ১০৮ রান করতে সমর্থ হয়। দলের সাফায়েত ২৫ ও সাদেক ১৯ রান করে। সি এস একাডেমির সামি মাত্র ৫ রানে ৫ উইকেট নিয়ে একাই শেষ করে দেয় বন্দরের ইনিংস। ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের সামি। তার হাতে পুরস্কার তুলে দেন এস এস ক্লাবের পরিচালক এ কে শহীদ।

পূর্ববর্তী নিবন্ধসিরিজে লিডের লক্ষ্যে আজ মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তানের যুবারা
পরবর্তী নিবন্ধবিকেএফকেএস আন্তঃ স্কুল কারাতে প্রতিযোগিতা সম্পন্ন