নিরবচ্ছিন্নভাবে বাংলা ভাষার শুদ্ধতম চর্চা করা উচিত

বোধন আবৃত্তি স্কুলের নবীনবরণে বক্তারা

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি স্কুলের ৫৮ তম আবর্তনের নবীনবরণ গতকাল শুক্রবার মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আবৃত্তিশিল্পী সুমন বিশ্বাস এবং চসিক মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক এ কে মাহমুদুল হকের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথি ছিলেন চবি ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মাকসুদ। স্বাগত বক্তব্য দেন, বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য দেন, সহসভাপতি অ্যাডভোকেট নারায়ন প্রসাদ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ। অতিথিরা বলেন, শিক্ষার্থীদের নিরবচ্ছিন্নভাবে বাংলা ভাষার শুদ্ধতম চর্চা করা উচিত। একজন আলোকিত মানুষ কখনও নষ্ট হতে পারে না। মানুষের সুন্দরকে উপস্থাপন করা, অসুন্দর অন্যায়কে প্রশ্রয় না দেওয়া উচিত। মানবের জয় হয়, দানবের নয়। বোধন আবৃত্তি স্কুল আবৃত্তি ও শুদ্ধ উচ্চারণের পাশাপাশি, ভালো মানুষ হবার শিক্ষা দেয়। ৫৭তম আবর্তনের শিক্ষার্থী পলি লোধ ও মিথিলা মেহেরুন ঐশীর সঞ্চালনায় একক আবৃত্তি করেন নোটন দাশ, পাতা দে, সাবরিনা নবী, বর্ণা চৌধুরী, নিবেদিতা পাঠক, শতাব্দী ভৌমিক, হোসনে আরা নাজু ও পৃথিলা সাহা। উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট প্রণব মজুমদার, শিল্পী গায়ত্রী চৌধুরী, আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, মাইনুল আজম চৌধুরী, অসীম দাশ, মৃত্তিকা চক্রবর্ত্তী, তূর্ণা দাশ, সন্দীপন সেন একা, অনিমেষ পালিত, কেয়া চক্রবর্তী, মমি চক্রবর্তী, নিশাত সত্যজিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা চৌধুরী, উর্মি চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির বৃক্ষরোপণ ও চারা বিতরণ
পরবর্তী নিবন্ধনুরুল মোস্তফা