নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিন

বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ

| বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদ কর্মসূচিতে গত ৩১ জুলাই ভোলার সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, উত্তর জেলা বিএনপি, মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কেন্দ্র ঘোষিত এ বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী সরকার আরেকটি তামাশামূলক নির্বাচন করার জন্য খুনের রাজনীতিতে মেতে উঠেছে। পূর্বে কোনো স্বৈরাচারী সরকার গুম খুনের মধ্যদিয়ে টিকে থাকতে পারে নাই। এই সরকারও টিকে থাকতে পারবে না। গুম, হত্যা বন্ধ করে দ্রুত সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান তারা। নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাসে স্থান করে নিয়েছেন শহীদ আবদুর রহিম। তার এই আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে।

মহানগর বিএনপি : স্বেচ্ছসেবক দল নেতা আবদুুর রহিম হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, মাহবুব আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম চৌধুরী মনজু, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, শ্রমিকদল নেতা শামসুল আলম (ডক) প্রমুখ।

দক্ষিণ জেলা বিএনপি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকেল ৪টায় দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন, আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান হামিদুল হক মান্নান, নুরুল কবির, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক, সাতকানিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, সাতকানিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল, প্রমুখ।

উত্তর জেলা বিএনপি : উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঞ্চালনায় গতকাল সকাল ১১টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন এস এম রফিক উল্লাহ হামিদী। উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, ছালাহউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, মো. নুরুল আমিন চেয়ারম্যান, সরওয়ার আলমগীর, কাজী মো. সালাহউদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, জাকির হোসেন, সোলায়মান মনজু, ডা. রফিকুল আলম চৌধুরী, আলমগীর হোসেন ঠাকুর, মো. সরওয়ার উদ্দিন সেলিম, মো. শফিউল আলম চৌধুরী, নাছির উদ্দিন, মো. ইউসুফ চৌধুরী, জাহেদ উদ্দিন বিপ্লব, জাহাঙ্গীর হোসেন, গাজী হানিফ, মোছলেম চৌধুরী, দিদারুল আলম মিয়াজি, আসমত আলী বাহাদুর, সাবের সুলতান কাজল, মো. আশরাফ, জাহিদ হোসেন, শাহীনুল ইসলাম স্বপন, ছালেহ আহমদ ছলু, মো. রবিউল হক প্রমুখ।

মহানগর যুবদল : চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে কাজীর দেউড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি এস এম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, মো. ইলিয়াছ, মো. জাহাঙ্গীর আলম, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, সাহাবুদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।

মহানগর স্বেচ্ছাসেবক দল : চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খায়রুল আলম দিপু, সেলিম রেজা, হারুন আল রশিদ, মামুনুর রহমান, মঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, গিয়াসউদ্দিন ভূঁইয়া, এম. আবু বক্কর রাজু প্রমুখ।

উত্তর জেলা ছাত্রদল : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনছুর উদ্দিনের নেতৃত্বে গতকাল এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে শেষ হয়।

এ উপলক্ষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা ছাত্রদল নেতা আবু বক্কর। মহিউদ্দিন মেসির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মো. মাহফুজ, মো. সরওয়ার, সাইফুল, মো. জাসু, নিজাম উদ্দিন, নাজিম, মোবারক, ইয়াকুব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রীণ লিফ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণিজন সংবর্ধনা
পরবর্তী নিবন্ধবখতেয়ার নূর সিদ্দিকীর মতো ত্যাগী নেতা এখন বেশি প্রয়োজন