নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হতে হবে

পাঁচলাইশ থানা বিএনপির মতবিনিময় সভায় শামীম

| মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা জনগণের ভোট ডাকাতি করেছে। বাংলাদেশ আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। ভোট ডাকাতির নির্বাচন আর বাংলাদেশে হতে দেওয়া হবে না।
তিনি গতকাল সোমবার নগরীর মুরাদপুর মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে পাঁচলাইশ থানা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তা মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ক্ষমতাসীন দল নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে ফেলেছে। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে পাঁচলাইশ থানা বিএনপির নেতৃবৃন্দকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বলেন, যোগ্য এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ পদে রাখা হবে।
পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এসএম সাইফুল আলম, এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইস্কান্দার মির্জা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅন্যায় ও অসত্যের পক্ষে মাথা নত করা যাবে না
পরবর্তী নিবন্ধচন্দনাইশে কারেন্ট জাল বিক্রির দায়ে ২ দোকানিকে জরিমনা