নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

চান্দগাঁও স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়

| রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, বর্তমান সরকার আরও একটি পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে। তাই সরকার নির্বাচন কমিশন গঠনের নামে সার্চ কমিটি নিয়োগ আইন প্রতিষ্ঠা করেছে। আইনের মাধ্যমে জনগণের সঙ্গে ছল-চাতুরি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। যতক্ষণ পর্যন্ত নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে না। চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহম্মেদ খান। চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনির সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহীদুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহবুবুল আলম, আনোয়ার হোসেন লিপু, মো. বকতেয়ার, নুর আলম, গিয়াসউদ্দিন ভুইয়া, জানে আলম জিকু, ইলিয়াস শেকু, আফিল উদ্দিন আহমেদ, ম. হামিদ, গোলজার হোসেন, আবুল বাশার, জানে আলম, ইকবালুর রহমান চৌধুরী, নুরুল আলম লিটন, আরিফুল ইসলাম, নুরুল আমিন, সাইদুল ইসলাম, এম আবু বক্কর রাজু, মোরশেদ কামাল, মো. আলমগীর, জাহেরু মাসুদ, ইসকান্দর হোসেন, নুর নবী, নাছির উদ্দিন, জাহেদ হোসেন, জাহেদুল আলম, নুরুল আমিন সানবি, আব্দুর রশিদ, জহুরুল ইসলাম জহির, কামাল হোসেন খোকন, হোসাইন মোহাম্মদ মাসুম, আনিসুর রহমান আনিস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল মাহমুদ বাংলা কবিতার অন্যতম প্রধান প্রতিনিধিত্বশীল কণ্ঠস্বর
পরবর্তী নিবন্ধসম্মেলন উপলক্ষে রাঙ্গুনিয়া পৌর আ.লীগের বর্ধিত সভা