নিরপেক্ষতার প্রমাণ দিন কাজের মাধ্যমে, ইসিকে আহ্বান

ইভিএমে আপত্তি

| বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে সব দলের আস্থা অর্জনের জন্য নতুন প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান এসেছে বিশিষ্টজনদের সংলাপ থেকে। ইসি যে নিরপেক্ষ, সেটা কাজের মধ্য দিয়ে প্রমাণ করার আহ্বান জানিয়েছেন তারা। সাংবিধানিক দায়িত্ব পালনে আপস না করে প্রয়োজনে পদত্যাগ করতেও পরামর্শ দিয়েছেন তারা। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে গঠিত নতুন ইসি দায়িত্ব নেওয়ার পর যে ধারাবাহিক সংলাপের উদ্যোগ নিয়েছে, তার ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ১৯ জন। খবর বিডিনিউজের।
প্রথম সংলাপের মতো দ্বিতীয় সংলাপেও আমন্ত্রিত অধিকাংশ ব্যক্তিই উপস্থিত হননি। সংলাপে যারা অংশ নেন তারা নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফেরানো, ইভিএম ব্যবহার না করা, দলীয় সরকারের সময় প্রভাবমুক্ত নির্বাচন করা, নির্বাচনে ধর্মকে ব্যবহার করতে না দেওয়ার পরামর্শ দেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সাহসী হতে বলেন তারা।
ইভিএমে আপত্তি : সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ইভিএমের ব্যবহার অত্যন্ত বিতর্কিত বিষয়। এটা থেকে দূরে থাকা ভালো। ইভিএম নিয়ে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল করতে দিতে পারে। ইভিএম ঝুঁকি নিয়ে ব্যবহার করা উচিত নয়।
সিপিডির আরেক সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, লেখক মহিউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনও ইভিএম নিয়ে আপত্তি জানান।
৫০-৬০% গ্রহণযোগ্য নির্বাচন হলেই সফল হব : সংলাপ শেষে সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন ‘৫০-৬০%’ গ্রহণযোগ্য হলেই বড় সফলতা হবে। নির্বাচনটাকে যদি অবাধ, সুষ্ঠু করা যায়, তাহলে সেটা সকলের অংশগ্রহণে হয়, সেটা সফলতা হতে পারে। শতভাগ সফল হয়ত হবে না। কেউ কেউ বলেছেন, ৫০-৬০ শতাংশও যদি গ্রহণযোগ্য হয়, তাহলে সেটাও বড় সফলতা।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব আবহাওয়া দিবস আজ
পরবর্তী নিবন্ধজালিয়াতি করে কোম্পানি গঠন, তিনজনকে কারাগারে প্রেরণ