নিরতময়ী বড়ুয়া

| রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চন্দনাইশের সুচিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ভূগোল কিশোর বড়ুয়ার সহধর্মিনী নিরতময়ী বড়ুয়া গত ১৫ মে দুপুর সাড়ে ৩টায় নগরীর নন্দনকাননের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই মেয়ে, দুই জামাতাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৬ মে চট্টগ্রাম বৌদ্ধ বিহার মিলনায়তনে শোকসভা ও শেষকৃত্যানুষ্ঠান শেষে চান্দগাঁও বৌদ্ধ মহাশ্মশানে তার দাহক্রিয়া সম্পন্ন হয়। ১৯ মে তার পারলৌকিক সদগতি ও নির্বাণ শান্তি কামনায় বৌদ্ধ বিহার মিলনায়তনে সাপ্তাহিক ক্রিয়া ও অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহতদরিদ্রদের মাঝে বাগীশিকের উপহার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমোহছেনা বেগম