সাফ অনূর্ধ্ব–১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিয়ম রক্ষার ম্যাচে খুব সহজেই ভুটানকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ঐশী খাতুনের জোড়া গোলে ভুটান ৪–০ গোলে পরাভূত হয় বাংলাদেশের কাছে। বাংলাদেশ এর আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। লিগ পর্বের শেষ এই ম্যাচ ছিল তাই শুধুই আনুষ্ঠানিকতার। সেই ম্যাচে গোল উৎসব করে স্বাগতিকরা। কমলাপুর স্টেডিয়ামে এদিন বেঞ্চের শক্তি পরখ করার জন্য আগের ম্যাচের একাদশ থেকে উমহেলা মারমা ও স্বপ্না রানী মন্ডলকে রাখেন বাংলাদেশ কোচ। ৯ জন নতুন খেলোয়াড় মাঠে নামান। তারাই ভুটানকে সেভাবে খেলতে দেয়নি। খেলার ১৮ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের জটলার ভেতর থেকে বল এসে পড়ে নুসরাত জাহান মিতুর পায়ে। ফাঁকায় থাকা এই ফরোয়ার্ড ডান পায়ের শটে পরাস্ত করেন গোলরক্ষককে। ৩০ মিনিটে মিতুর কর্নারে ডিফেন্ডারদের মাঝে সুযোগ পেয়েই ঐশী জোরালো হেডে বল জড়িয়ে দেন জালে। বিরতির আগে ঐশী গোলের সুযোগ পেয়ে যাচ্ছিলেন। কিন্তু ডিফেন্ডারদের পেরিয়ে দুরূহ কোণ থেকে নেওয়া শট সরাসরি গোলকিপারের তালুতে জমা পড়ে। ৫৭ মিনিটে তৃতীয় গোল পায় বাংলাদেশ। ঐশীর পাসে গোলকিপারের সামনে থেকে ফাঁকায় কৃষ্ণা রানী শুধু বাঁ দিয়ে বলের দিক পরিবর্তন করে ভুটানকে আরও পিছিয়ে দেন। ৬ মিনিট পর ভুটান আবারও গোল হজম করে। ঐশী পান দ্বিতীয় গোলের দেখা। গোলকিপারকে ঠিকমতো ব্যাক পাস দিতে পারেননি এক ডিফেন্ডার, অন্য প্রান্ত থেকে দৌড়ে এসে গোলকিপার বল স্পর্শ করার আগে ঐশী লক্ষ্যভেদ করে স্বাগতিকদের বড় জয়ে ভূমিকা রাখেন। চার গোলে পিছিয়ে থেকে ভুটান একবার বাংলাদেশের ডি বক্সে হানা দিয়েছিল। কিন্তু গোলকিপারের দৃঢ়তায় তারা ব্যর্থ হয়। শেষ দিকে এসে ফ্রি কিক নিয়ে ভুটানের খেলোয়াড়দের সঙ্গে মৃদু ধাক্কাধাক্কি হয়। তবে রেফারির হস্তক্ষেপে তা বেশিদূর যায়নি। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলবে বাংলাদেশ। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ট্রফি ধরে রাখার মিশনে সন্ধ্যা ৬টায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ভারত গতকাল নেপালকে ৪–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।