নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে টমটম, চালক আহত

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৫:০৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে টমটম (ব্যাটারিচালিত অটোরিক্সা) ঢুকে পড়েছে বাসের নিচে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের সীমান্ত গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় টমটম চালক মো. মানিক গুরুতর আহত হয়েছেন। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর হারবাং নতুন পাড়ার মনজুর আলমের পুত্র।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সোহাগ মিয়া জানান, আজিজ নগর থেকে কয়েকজন শ্রমিককে টমটমে করে নিয়ে এসে সীমান্ত গেট এলাকার পশ্চিম পাশে নামিয়ে দেয়। এরপর পেছনে থেকে গাড়ি আসছে কিনা দেখে হঠাৎ মোড নেয় টমটম চালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসের নিচে ঢুকে যায় টমটমটি। স্থানীয়রা দ্রুত বাসের নিচ থেকে গুরুতর আহত টমটম চালককে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাস ও টমটম উদ্ধার করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রী-সন্তানসহ সাবেক এমপি বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধধান মাড়াই মেশিনের শব্দে শুনতে পাননি হুইসেল, ট্রেনে কাটা পড়ে নিহত ৪