নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাডভ্যান খাদে, চালক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে একটি কার্ভাডভ্যান সড়কের পাশে খাদে পড়ে গাড়ির চালক নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট কুমিরা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. লোকমান (৪০) চাঁদপুর জেলার মতলব থানার আইঠাদি মাথাভাঙা গ্রামের মোজাম্মেলের ছেলে।

বারআউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় চালক লোকমান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০টার দিকে তিনি মারা যান।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কার্ভাডভ্যান সড়কের পাশে পড়ে গেলে চালক নিহত হন। আইনি প্রক্রিয়ার পর লাশ হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধব্রিজ থেকে পড়ে নিখোঁজ, দুদিন পর বাঁকখালীতে ভেসে উঠল লাশ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে পাচারকালে ৫ তক্ষক উদ্ধার