চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মৎস্য প্রকল্পের একটি পুকুরে পড়ে উল্টে যায়। এতে ভ্যানের নিচে চাপা পড়ে চালক ও সহকারী। তবে আপ্রাণ চেষ্টার পর সহকারী বের হয়ে আসতে পারলেও বের হতে পারেনি চালক। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় ক্রেনের সহায়তায় কাভার্ড ভ্যানটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। একই সময়ে উদ্ধার করা হয় চাপা পড়া চালকের মৃতদেহ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পুরাতন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম হরমত আলী (৩৮)। তিনি ময়মনসিংহ সদর থানার কালিকাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত সহকারীর নাম দিলহাজ উদ্দিন (২৩)। তার বাড়ি ভোলা জেলায়।
আহত দিলহাজ জানায়, মহাসড়কের চকরিয়ার বরইতলীর পুরাতন রাস্তার মাথা নামক স্থানে পৌঁছাতেই কঙবাজার থেকে চট্টগ্রামমুখী চলন্ত একটি গাড়ির চাকা ফেটে যায়। ওই গাড়ি থেকে বাঁচতে তাদের কাভার্ড ভ্যানটি দ্রুত সড়কের বাম পাশে নিয়ে যায় চালক। তখন নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি মৎস্য প্রকল্পের একটি পুকুরে পড়ে উল্টে যায়। এতে তারা (চালক–সহকারী) পানির ভেতরে চাপা পড়েন।
চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত টেকনাফগামী কাভার্ড ভ্যানটি কয়েক ঘণ্টা চেষ্টার পর ক্রেনের সহায়তায় তোলা হয়। এ সময় উদ্ধার করা হয় চালকের লাশ। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।