নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্লিপার বাস

লোহাগাড়ার চুনতি

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ৬:১৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে যাত্রীবাহী স্লিপার বাস। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের জাঙ্গালীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী স্লিপার বাস নিয়ন্ত্রণে হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন বাসের ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর তারা অন্য বাসে করে ঘটনাস্থল ত্যাগ করেন। দুর্ঘটনায় স্লিপার বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, মহাসড়কের পাশে অসমতল অংশে পড়ে স্লিপার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রশস্ত হচ্ছে ১৪ কিমি. সড়ক
পরবর্তী নিবন্ধ৮ দিনেই আসনের ৯৭ শতাংশ আবেদন