লোহাগাড়া প্রতিনিধি : লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে এলপিজি গ্যাস ভর্তি একটি ট্রাক। গত শনিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছে বলে জানা যায়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে কক্সবাজারমুখি তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।