আমার মাটি আমার মা
কখনো শান্ত নদীর মতো।
কখনো অগ্নিস্ফুলিঙ্গ পর্বতের মতো
কে বলে আমি বৈপরীত্য ভালোবাসি?
মোটর যানে চলমানকারীর মতো
দুর্বার বেগে ১০ নম্বর সিগন্যাল
উপেক্ষা করি চলি ঘূর্ণিপাকে!
এ আমার সৃষ্টিশীল
ক্যানভাসের মতো,
ভিন্নরঙে রাঙায় তুলি
ক্রমাগত চলার পথে
বৈপরীত্য আসে হিমশীতল
বায়ুর মতো!
হঠাৎ থেমে গিয়ে
আবার জেগে উঠি!