নিম্ন আয়ের দুই হাজার মানুষের মাঝে এম. মনজুর আলমের সহায়তা

| শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ১০:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম হরতাল, অবরোধসহ রাজনৈতিক কর্মসূচি ও দ্রব্যমূল্যের কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের জনগোষ্ঠির মাঝে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এ কর্মসূচির আওতায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর এইচ এম ভবনে দুই হাজার নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে অর্থ ও খাবার বিতরণ করেন এম. মনজুর আলম।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে এম. মনজুর আলম বলেন, রাজনৈতিকভাবে হরতাল, অবরোধের কর্মসূচির কারণে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব মানুষগুলোর মানবিক বিপর্যয়ের সময় আমরা তাদের পাশে থাকাকে ইমানি দায়িত্ব বলে মনে করি। মানবতার খেদমত আমাদের ব্রত। সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম। এতে আরো বক্তব্য দেন আজমির শরীফের খাদেম সৈয়দ আবদুস সালাম, সৈয়দ আবদুস সুনাম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, মাওলানা সোলেমান আনছারী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ ইউনুস রজভী। পরে সাবেক মেয়র নিম্ন আয়ের জনগোষ্ঠির হাতে আর্থিক ও খাদ্য সহায়তা তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধনারী জাগরণে প্রধানমন্ত্রী সফল
পরবর্তী নিবন্ধমামলার পরদিনও কাটা হয় হালদার পাড়, চলছে বালু উত্তোলন