নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

| রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

দেশের আট বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ বিষয়ে গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের ৮টি বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লেখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন। একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। খবর বাসসের।

চট্টগ্রাম১ বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর১ বিভাগে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, চট্টগ্রাম২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) বিচারপতি আহমেদ সোহেল, রাজশাহী১ বিভাগে বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, রংপুর২ বিভাগে বিচারপতি কে এম হাফিজুল আলম, এবং সিলেট বিভাগে বিচারপতি মো. আতাবুল্লাহকে দায়িত্ব দেয়া হয়েছে। রাজশাহী২ বিভাগে বিচারপতি মো. হাবিবুল গনি, বরিশাল বিভাগে বিচারপতি জে বি এম হাসান, ঢাকা১ বিভাগে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, খুলনা১ বিভাগে বিচারপতি মাহমুদুল হক, খুলনা২ বিভাগে বিচারপতি মো. জাফর আহমেদ, ময়মনসিংহ বিভাগে বিচারপতি রাজিক আল জলিল, ঢাকা২ বিভাগে বিচারপতি ফাতেমা নজীবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সরকারে গেলে প্রধান উপদেষ্টার বাস্তবসম্মত সব কর্মসূচি এগিয়ে নেবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা