নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড় ধস উপড়ে পড়েছে গাছ

রাউজান হাটহাজারী রাঙ্গুনীয়া সীতাকুণ্ড

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

টানা বর্ষণ, পাহাড়ী ঢল ও জোয়ারের পানিতে হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্নস্থানে উপড়ে পড়েছে বড় বড় গাছ। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ প্রবাহ সাময়িক ভাবে বন্ধ রাখতে হচ্ছে।

আমাদের রাউজান প্রতিনিধি জানান, উপজেলার দক্ষিণাংশের উরকিরচর, পশ্চিম গুজরা, নোয়াপাড়া, বাগোয়ান,পূর্বগুজরা,বিনাজুরী ইউনিয়নের রাস্তাঘাটের উপর দিয়ে তীব্র স্রোতে পানি গড়িয়ে পড়ছে। কোনো কোনো রাস্তায় হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। হালদা ও কর্ণফুলীর পার্শ্ববর্তী গ্রাম গুলোতে মানুষের বাড়ি ঘর, শিক্ষা প্রতিষ্ঠানসহ হাট বাজারের দোকান গুলোতে হাঁটুপানিতে নিমজ্জিত হয়েছে। অনেকেই ঘরে চলছে না রান্না। অনেকেই গৃহপালিত পশু নিয়ে পড়তে হয়েছে চরম দুর্ভোগে।

হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীর নিন্মাঞ্চলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে চট্টগ্রাম হাটহাজারীনাজিরহাট মহাসড়কের বড়দীঘির পাড়, চৌধুরীহাট, নন্দীরহাট, ভাঙা পোল নামক স্থান দিয়ে মহাসড়কের উপর দিয়ে পাহাড়ী ঢলের পানি গড়িয়ে পড়েছে। ফলে এইসব স্থান দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করেছে। নাজিরহাট শাখা রেললাইনের ফতেয়াবাদ এলাকায় পাহাড়ী ঢলের পানি গড়িয়ে পড়ার কারণে গতকাল সোমবার চট্টগ্রাম থেকে নাজিরহাটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া ডেমু ট্রেনটি গন্তব্যে যেতে না পেরে পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে বলে জানিয়েছেন ট্রেন যাত্রী কল্যান সমিতির সভাপতি শওকত আলম।

সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে কয়েকদিনের ভারী বর্ষণের ফলে সীতাকুণ্ড পৌরসভা, বাঁশবাড়িয়া, কুমিরা, মুরাদপুর সৈয়দপুর, ভাটিয়ারী, সোনাইছড়ি ইউনিয়নের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব পরিবারের বেশির ভাগেরই ঘরের মেঝেতে পানি উঠেছে। সরকারি নালা ও ড্রেন ভরাট করে স্থাপনা ও ভবন নির্মাণের ফলে এবছর সব ছেয়ে বেশী জল জট সৃষ্টি হয়েছে।

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, বিভিন্ন ইউনিয়নে প্রবল বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটছে। রোববার দিনগত গভীর রাতে উপজেলার পারুয়া ইউনিয়নে দুটি স্পটে পাহাড় ধসে দশটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও দুমড়েমুচড়ে গেছে ঘরগুলো। বাসিন্দারা কোনরকম প্রাণ নিয়ে বেরুতে পারলেও অধিকাংশ ঘরের সব মালামাল পাহাড় ধসে চাপা পড়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। এছাড়া উপজেলার রাজানগর, চন্দ্রঘোনা বনগ্রাম, বেতাগীসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানান স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে গ্যারেজের প্রহরী খুনের দায়ে দুজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধপ্রগতিশীল আন্দোলনে ড. গাজী সালেহ উদ্দিন ছিলেন সম্মুখ সারিতে