নিম্নচাপ পরিণত সুস্পষ্ট লঘুচাপে, নামল সংকেত

| সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে দেশের চার সমুদ্রবন্দরের সতর্কতা সংকেতও নামিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল, সেটি নেই। তাই সতর্কতা সংকেত নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার রাতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, যেটি সুস্পষ্ট লঘুচাপ দশা পেরিয়ে শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে শুক্র ও শনিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়; কোথাও কোথাও দিনভর সূর্যের দেখা মেলেনি। নিম্নচাপ দশায় শনিবার চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল। তবে রাতে নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় চার সমুদ্রবন্দরকে সংকেত নামাতে বলা হয়। খবর বিডিনিউজের।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্বউত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে শনিবার রাত ৯টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ধারাবাহিকভাবে দুর্বল হয়ে সাগরে লঘুচাপে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, গতকাল রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরেই বিশ্ব ব্যাংক ও এডিবির ১১০ কোটি ডলার ‘পেতে পারে’ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ের সাবেক পৌর মেয়র দুর্বৃত্তের হামলায় আহত