নিমতলা-সল্টগোলা সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন চসিক কর্মকর্তারা

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

চসিকের কোভিড১৯ প্রকল্পের আওতায় নিমতলা থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন। গতকাল শনিবার পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আলীসহ অন্যান্য কর্মকর্তারা। পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়। কর্মকর্তারা রাস্তার বর্তমান অগ্রগতি, উপকরণ মান, ড্রেনেজ ব্যবস্থা এবং যান চলাচলের বিকল্প ব্যবস্থার সার্বিক বিষয় তদারকি করেন। চসিক কর্মকর্তারা আশা প্রকাশ করেন, কাজ শেষ হলে এই সড়ক দিয়ে দক্ষিণ শহরাঞ্চলের যান চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ঘরের সদর দরজায় শেকল দিয়ে ৩ গরু চুরি
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদের ব্যাখ্যা