৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড নিমতলা বঙ্গবন্ধু একতা ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট নিমতলা স্থানীয় মাঠে শুরু হয়েচে। টুর্নামেন্টের তৃতীয় আসরের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ও জাতীয় ডক শ্রমিক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলী, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মো. জাহেদ, সাহাবউদ্দিন সাবু, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ বাবুল, রুমেল বড়ুয়া রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জাসহ গোসাইলডাঙ্গা ওয়ার্ড নিমতলা বঙ্গবন্ধু একতা ক্লাবের নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি এবং উদ্বোধক টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের সাথে পরিচিত হন।