নিমতলা থেকে গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর নিমতলা বিশ্বরোড মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই মাদক ব্যবসায়ীর নাম মো. আবু সাঈদ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায়।

চট্টগ্রাম বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, আমাদের ফেসবুক পেইজের এক ফলোয়ার এই গাঁজা ব্যবসায়ী সম্পর্কে তথ্য দিয়েছিলেন। এরপর অভিযান চালিয়ে তাকে ৪শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় দুটি ও সদরঘাট থানায় একটি মাদকের মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।

পূর্ববর্তী নিবন্ধবায়তুল মোকাররমে আ. লীগ কর্মীদের সঙ্গে সাঈদী সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পাহাড় ধসে বৃদ্ধের মৃত্যু