নিমতলা বন্ধু মহল ক্লাব আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল খেলা গত শনিবার স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে নিমতলা বেঙ্গল টাইগার্স ১২ রানে নিমতলা ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ইব্রাহিম খলিল সাদ্দামের সভাপতিত্বে এবং মো. জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর মো. রায়হান উদ্দিন রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মো. ইমতিয়াজ বাবলা, জিয়াউদ্দিন, ওয়াহিদ মুরাদ রাসেল, আলি নুর রুবেল, মো. ছগির, মো. আরিফুল হক, মো. সায়মন, মো. রুহুল আমিন, মো. রিগান, জামাল উদ্দিন তুষার প্রমুখ।











