বন্দর থানাধীন নিমতলা এলাকায় নুরুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশের। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে পশ্চিম নিমতলা ২য় তলা মসজিদ আব্দুল লতিফ সড়কের মালেক সারেং বাড়িতে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, সকালে নগরের বন্দর থানা এলাকা থেকে এক বৃদ্ধকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে প্রাথমিক ভাবে কিছু জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।