নিমতলায় প্রয়োজন ফুটওভারব্রিজ

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর সংলগ্ন পোর্ট কানেক্টিং রোডনিমতলা, বন্দরের ব্যস্ততম পয়েন্ট। ব্যস্ততম এই সড়কটিতে প্রাণের নিরাপত্তা সময়ের দাবি। রাস্তা পারাপারের জন্য নেই ফুটওভারব্রিজ। ব্যস্ত সড়কে দুর্ঘটনা ক্রমশ বেড়েই চলছে। স্কুলকলেজপ্রয়োজনীয় অফিসগুলোর অবস্থান আশেপাশেই। তাই, মানুষের চাপও বেশি। তাছাড়া, এই রাস্তায় ফ্লাইওভার ও ফ্লাইওভারের লুপ নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন যাবত।

এমতাবস্থায়, রাস্তা পারাপারে নিরাপত্তা নিশ্চিত করতে ফুটওভারব্রিজ সত্বর নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম.আবু ছৈয়দ চৌধুরী

বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সওঃ বাড়ি,

নিমতলা, বন্দর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধবাংলা ভাষায় ভেজাল চাই না