নিবেদন শিল্পী সংসদের শ্রাবণ সন্ধ্যা

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১২:১২ অপরাহ্ণ

সাংস্কৃতিক সংগঠন নিবেদন শিল্পী সংসদ আয়োজন করেছে বর্ষণমুখর শ্রাবণ সন্ধ্যা। গত ১ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক সংগঠক সঞ্চয়ন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া, পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, বীর গেরিলা কমান্ডার মুক্তিযোদ্ধা ফজল আহমদ, শিক্ষক বিষু কুমার বড়ুয়া, অমল বড়ুয়া, অধ্যাপক সুমন মুৎসুদ্দি। সভাপতিত্ব করেন ছড়াকার প্রদীপ ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি রূপম মুৎসুদ্দি টিটু। সংকু বড়ুয়া ও ঐশী মজুমদারের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন সুদীপ্তা চাকমা মগদা, সুজয়া চাকমা, অনিনিন্দিতা বড়ুয়া,অভয় বড়ুয়া, সুকর্ণ বড়ুয়া, সায়ন্তী বড়ুয়া, দেবস্মিতা পাল, আনুষ্কা পাল, ঐশী মজুমদার, প্রাচী মুৎসুদ্দি, ইন্দ্রনীল বড়ুয়া, এহসাস রহমান, অর্ক নাথ বউরগা, পূজা রায় নিগ্রো, তুষ্টি বড়ুয়া, আদ্রিতা বড়ুয়া, অনন্যা বড়ুয়া ও অনিন্দ্য বড়ুয়া। আবৃত্তি করেন উৎপল কান্তি বড়ুয়া। নৃত্য পরিবেশন করেন সৃজিতা মুৎসুদ্দি সৃজা ও সুজয়া চাকমা। অনুষ্ঠানটি প্রয়াত বেতার ও টেলিভিশনের শিল্পী প্রণব ভট্টাচার্যের স্মরণে উৎসর্গ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীন শিল্পীদের ‘অরুণোদয়ের কাব্য’
পরবর্তী নিবন্ধভারতের সমর্থনপুষ্ট আরও ১৪ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর