নিবেদন শিল্পী সংসদের শ্রাবণ সন্ধ্যা ও গুণিজন সংবর্ধনা নগরীর ফুলকি এ কে খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. সুমন মুৎসুদ্দী, পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, শিল্পী সঞ্চয়ন বড়ুয়া, প্রকৌশলী নেতা টিটু বড়ুয়া, শিক্ষক বিষু কুমার বড়ুয়া, লায়ন রুপন বড়ুয়া। সভাপতিত্ব করেন শিশু সংগঠক প্রদীপ ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য দেন, নিবেদন শিল্পী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী ও সংগীত প্রশিক্ষক রূপম মুৎসুদ্দী টিটু। শাশ্বতী চৌধুরী ও ঐশী মজুমদার উপস্থাপনায় কবিতা আবৃত্তি করেন, কবি সোমা মুৎসুদ্দী ও লেখিকা ঝুমি বড়ুয়া। সংগীত পরিবেশন করেন পূজা রায় নিগ্রো, অন্বেষা বড়ুয়া, তুষ্টি বড়ুয়া, আদ্রিতা বড়ুয়া, অনন্যা বড়ুয়া বাতাসী, নবনীতা বড়ুয়া, সুমনা বড়ুয়া মহারানী, এহসাস রহমান গুড্ডু, দিঘী বড়ুয়া, রূপা বড়ুয়া, প্রাচী মুৎসুদ্দী, ঐশী মজুমদার, পদ্মমিতা বড়ুয়া, সায়ন্তী বড়ুয়া, অনিন্দিতা বড়ুয়া, অভয় বড়ুয়া, শ্রাবণ বড়ুয়া, সুদীপ্তা চাকমা, সুজয়া চাকমা মগদা, দেবস্মিতা পাল, দেবদীপ্ত পাল ও আনুষ্কা পাল। নৃত্য পরিবেশন করেন সৃজিতা সৃজা মুৎসুদ্দী।
অনুষ্ঠানে উপ–সচিব বড়ুয়াকে শিক্ষায় এবং প্রকৌশলী অমল কান্তি বড়ুয়াকে উমেশচন্দ্র মুৎসুদ্দী সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।