নিবেদন শিল্পী সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

| বুধবার , ৭ মে, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

নিবেদন শিল্পী সংসদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ২ মে নগরীর থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া। কলামিস্ট প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর রীতা দত্ত। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. সুমন মুৎসুদ্দি, হুমায়ুন কবির, প্রকৌশলী মিল্টন বড়ুয়া, সঞ্চয়ন বড়ুয়া, বিষু কুমার বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন নিবেদন শিল্পী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি রূপম মুৎসুদ্দি টিটু। শুভেচ্ছা বক্তব্য দেন শেখর বড়ুয়া, নীহারেন্দু বড়ুয়া। সংকু বড়ুয়া ও ঐশী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুদীপ্তা চাকমা (মগদা), সুজয়া চাকমা, অভয় বড়ুয়া, অনিন্দিতা বড়ুয়া, দেবরাজ বড়ুয়া শ্রাবণ, মৌসুমী বড়ুয়া, পদ্মমিতা বড়ুয়া মিতু, সায়ন্তী বড়ুয়া, ঐশী মজুমদার, ইন্দ্রনীল বড়ুয়া, এহসাস রহমান গুড্ডু, সুমনা বড়ুয়া, মহারানী পূজা বড়ুয়া, নিগ্রো অর্ক নাথ ও অন্বেষা বড়ুয়া। আবৃত্তি করেন ঝুমি বড়ুয়া ও শ্রাবন্তী বড়ুয়া নীপা। নৃত্য পরিবেশন করেন সৃজিতা সৃজা মুৎসুদ্দি ও সুজয়া চাকমা। নিবেদন শিল্পী সংসদের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি সদ্য প্রয়াত রম্য সাহিত্যিক সত্যব্রত বড়ুয়ার নামে উৎসর্গ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. নুরুল আমিন
পরবর্তী নিবন্ধশঙ্খ নদী থেকে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড