নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের পরামর্শে সার্চ কমিটি গঠনের আহ্বান

ইসলামিক ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকীর সভা

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, গণতান্ত্রিক সমাজের মূল চালিকাশক্তি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়েই জনমতের প্রতিফলন ঘটে। নিবন্ধিত সকল রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সার্চ কমিটি গঠন করতে হবে। গত ২১ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ইসলামিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক ছিলেন, অ্যাড. আবু নাছের তালুকদার। বক্তব্য দেন, অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ রফিক উদ্দীন সিদ্দিকী, সালাহউদ্দিন লতিফী, কাজী জসিম উদ্দীন, এম সোলায়মান ফরিদ, স ম হামেদ হোসাইন, মাওলানা সৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স ম শহিদুল হক ফারুকী, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, খান এ সবুর, এম ওয়াহেদ মুরাদ। সভা পরিচালনা করেন মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহিবুল্লাহ চৌধুরী মেখল আদর্শ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত
পরবর্তী নিবন্ধশিল্পপতি ডা. চৌধুরী হাসান মাহমুদের ইন্তেকাল