নিবন্ধন বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৪:৫৩ অপরাহ্ণ

সরকার বিরোধী দল-মতের আন্দোলন দমন করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

মঙ্গলবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে এবং অবিলম্বে তা পুনঃর্বহালের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। অথচ স্বাধীনতার পর সকল জাতীয় সংসদে জামায়াতে ইসলামী প্রতিনিধিত্ব করেছে। এই রায় এই দেশের জনগণ কখনো মেনে নিবে না।

মহানগরী সেক্রেটারি সরকারকে পদত্যাগের আহবান জানিয়ে বলেন, সময় থাকতে পদত্যাগ করুন; অন্যথায় জনরোষে ক্ষমতার মসনদ তছনছ হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধএনজিওকর্মীর আড়ালে রোহিঙ্গা শিবিরে অস্ত্র পাচার
পরবর্তী নিবন্ধআমবাগান এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন