নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার ওপর গুরুত্ব

চেম্বারে যৌথমূলধন কোম্পানি ও ফার্মের অতিরিক্ত পরিচালকের মতবিনিময়

| বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১০:১১ পূর্বাহ্ণ

যৌথমূলধন কোম্পানি ও ফার্মের অতিরিক্ত নিবন্ধক সন্তোষ কুমার পন্ডিতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বুধবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চেম্বার কার্যালয়ে চিটাগাং চেম্বারের বোর্ড অব ডাইরেক্টর্সের সাথে মতবিনিময়ে মিলিত হন।

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে চেম্বার পরিচালকবৃন্দ মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান টুটুল, মো. ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম ফাহিম, যৌথমূলধন কোম্পানি ও ফার্মের উপ-নিবন্ধক আবু ইসা মো. মোস্তফা ভূঁইয়া, চট্টগ্রামের উপ-নিবন্ধক মো. রকিবুল ইসলাম, সহকারী নিবন্ধক মো. রকিব আহমেদ রনি ও এঙামিনার অব একাউন্টস মোহাম্মদ সেলিম মিয়া উপস্থিত ছিলেন।

সভায় যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের অধিদপ্তরের পক্ষ থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ছাড়পত্র নিবন্ধন থেকে শুরু করে অনলাইন বেইজড কার্যকম তুলে ধরা হয়। এছাড়া ব্যবসা সহজীকরণের লক্ষ্যে দশ লক্ষ টাকা পর্যন্ত অথারাইজড ক্যাপিটালের উপর নিবন্ধন ফি মওকুফ করা এবং পরিদপ্তরের সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের বিষয়টি তুলে ধরা হয়।

ব্যবসায়ী নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুতকরণের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, শিল্প মালিক ও ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা নিতে হবে। এক্ষেত্রে সেবা সহজীকরণ ও ব্যবসাবান্ধব করার আহ্বান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারে ডিজিটাল সেবা সংক্রান্ত মতবিনিময়
পরবর্তী নিবন্ধষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয়