নিবন্ধন পাচ্ছে না গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি

| সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দিতে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে নেই আলোচিত নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদের দুই পক্ষের কেউ বা জামায়াতে ইসলামী থেকে বের হয়ে গঠন করা এবি পার্টি। গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশন সভা শেষে এ বিষয়টি জানানো হয়। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, দুটি দল প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। এখন গণবিজ্ঞপ্তি জারি করা হবে। আপত্তি নিষ্পত্তি করে ২৬ শে জুলাইয়ের পর চূড়ান্ত করা হবে। দল দুটি হচ্ছে আলোচনায় না থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। কেন্দ্রীয় কার্যালয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, মাঠ পর্যায়ে অফিসকমিটির কার্যকারিতা, প্রয়োজনীয় তথ্য ও দলিল যাচাই, তদন্ত শেষে এই দুটি দল নির্বাচিত হয়েছে বলেও জানান ইসি সচিব।

এসব দলের বিষয়ে কারো কোনো দাবি বা আপত্তি আছে কিনা তা জানাতে ১০ দিন সময়ও দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। জানানো হয়েছে, আপত্তি পেলে দুই পক্ষের শুনানি শেষে নিষ্পত্তি করা হবে। আর আপত্তি না পেলে নিবন্ধন বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। খবর বিডিনিউজের।

জানতে চাইলে বিএনএম এর আহ্বায়ক আব্দুর রহমান রোববার বলেন, চূড়ান্ত নিবন্ধন পাওয়ার পর নির্বাচন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব। ১৯৭৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জাগ দল, ছাত্রদল ও বিএনপি করে এসেছি। ষষ্ঠ ও সপ্তম সংসদ নির্বাচনে বরগুনা১ থেকে নির্বাচন করেছি। আমরা কোনো দল ভাঙাগড়ার জন্য কাজ করছি না। ২০০৬ এ নতুন দল করে এখন নির্বাচনে অংশ নেব।

পূর্ববর্তী নিবন্ধভিডিও কলে বিয়ে, সংসার শুরুর আগেই বিধবা
পরবর্তী নিবন্ধমহানগর আ. লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কাল