দীর্ঘ বিতর্ক ও আলোচনার পর অবশেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য ‘শাপলা কলি’ বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। নতুন রাজনৈতিক দলটিকে নিবন্ধনও দেওয়া হচ্ছে।
একই সঙ্গে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর জন্য ‘কাঁচি’ এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দল দুটিকে নিবন্ধনও দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সন্ধ্যায় এ তিন দলের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আপত্তি আছে কিনা তা জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে বিকালে এ তিন দলের নিবন্ধন দেওয়ার বিষয়ে ইসির সিদ্ধান্তের কথা জানান সচিব আখতার আহমেদ। বিজ্ঞপ্তিতে ১২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিলসহ সচিবের কাছে আবেদন করতে বলা হয়েছে। ইসি সচিব আখতার বলেন, এরপর রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত গেজেট ১৪–১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। খবর বিডিনিউজের।
জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরপর জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে দলটি সরব রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর ডেসটিনির এমডি রফিকুল আমীন কারাগার থেকে বেরিয়ে গত ১৭ এপ্রিল ‘বাংলাদেশ আম জনতা পার্টি’ নতুন দলের সূচনা করেন। কাছাকাছি নামের আরেকটি দল আপত্তি তোলায় দলটি নাম পাল্টিয়ে হয় ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’। ২০১৩ সালে ১২ এপ্রিল বাসদের তৎকালীন সাধারণ খালেকুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দলের আদর্শচ্যুতির অভিযোগ এনে বেরিয়ে আসেন ওই সময়কার কেন্দ্রীয় কমিটির সদস্য মুবিনুল হায়দার চৌধুরীর ও শুভ্রাংশু চক্রবর্ত্তী। ওই দিন এক সংবাদ সম্মেলনে মুবিনুল হায়দারকে আহ্বায়ক করে গঠন করা হয় বাসদ (মার্কসবাদী)। বর্তমানে ৫৩টি দলের নিবন্ধন রয়েছে; স্থগিত রয়েছে আওয়ামী লীগের, বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।












