দেশের অন্যতম শীর্ষ স্থানীয় মোস্তফা হাকিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এইচএম শিপিং লাইনস লিমিটেড এখন পরিবেশবান্ধব গ্রিন ইয়ার্ড হিসেবে স্বীকৃত। এইচএম শিপিং লাইনস ২০২০ সালে গ্রিন ইয়ার্ডের কাজ শুরু করে তিনটি ধাপে গ্রিন সার্টিফিকেট অর্জন করে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ২৭ ডিসেম্বর নিপ্পন কাইজি কিয়োকাই থেকে ২০১২ সালে গৃহীত জাহাজের নিরাপদ ও পরিবেশগতভাবে সুরক্ষিত পুনর্ব্যবহারের জন্য হংকং আন্তর্জাতিক কনভেনশন অনুসারে এবং আইএমও রেজোলিউশন এমইপিসি. ২১০(৬৩) নির্দেশিকা অনুসারে ‘স্টেইটমেন্ট অফ কমপ্লাইন্স ফর ফার্মস এনগেইজড ইন শিপ রিসাইক্লিং’ এ গ্রিন সনদ অর্জন করে। পরিবেশবান্ধব গ্রিন ইয়ার্ড গড়ে তোলার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ ও প্রশিক্ষিত দক্ষ জনশক্তি গড়ে তোলায় বিনিয়োগ করেছে মোস্তফা হাকিম গ্রুপ। এর মূল লক্ষ্য পরিবেশ ও জনশক্তির নিরাপত্তা। বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এইচএম শিপিং লাইনস লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ এই উদ্যোগ গ্রহণ করে।
এদিকে নিপ্পন কাইজি কিয়োকাই কর্তৃক গ্রিন ইয়ার্ড সার্টিফিকেট প্রদান উপলক্ষে গত ২২ জানুয়ারি নগরীর অভিজাত হোটেল পেনিনসুলাতে সার্টিফিকেট হ্যান্ডওভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপ্পন কাইজি কিয়োকাই এর মিডল ইস্ট ও সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজার ইয়োইচি ইগা, বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ও জেনারেল ম্যানেজার মোবাশের আল মাহমুদ, এইচএম শিপিং লাইনস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম, পরিচালক মোহাম্মদ ফারুক আজম ও শাহিদুল আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেসিফিক স্টিল এন্টারপ্রাইস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুল হক, মোস্তফা হাকিম গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার জয়নাল আবেদীন, ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এরিয়া ম্যানেজার আবু আল ফয়সাল, বিজ্ঞাপন বিভাগের ম্যানেজার ঝন্টু চৌধুরী ও সিনিয়র এক্সিকিউটিভ আসিফ কামাল চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।