নিপ্পন একাডেমির আয়োজন জাতিসংঘ দিবসের কর্মসূচি পালন

| সোমবার , ২৮ অক্টোবর, ২০২৪ at ৯:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জাপানি শিক্ষা প্রতিষ্ঠান নিপ্পন একাডেমির আয়োজনে জাতিসংঘ দিবস উপলক্ষে কর্মসূচি গত ২৫ অক্টোবর আগ্রাবাদস্থ একাডেমি মিলনায়তনে অনুুষ্ঠিত হয়। বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্ত সংলাপ পর্বে আলোচক ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, জিয়া হাসান, মোহাম্মদ হোসেন, রকেট কান্তি দত্ত, কবিয়াল হরিপদ দেয়ারি, মুকুল শিকদার, উজ্জল কান্তি বড়ুয়া, অধ্যাপক জসিম উদ্দিন, মাসুম আকতার, প্রদীপ দত্ত, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, মো. রাকিব, মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ। সংলাপের কোর্ডিনেটর ছিলেন ভাস্কর ডিকে দাশ মামুন। বক্তারা বলেন, বৈশ্বিক স্থিতিশীল ও মানবিক সমাজ বিনির্মানে জাতিসংঘ নিরন্তর কাজ করে চলেছে। বক্তারা দেশে দেশে যুদ্ধ বিগ্রহ নিরসনের জন্য শান্তির বাতাবরণ সৃষ্টিতে এই জাতি রাষ্ট্রের বৃহত্তর সংগঠনটি আরো বেশি ভূমিকা রাখবে সেই প্রত্যাশা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মাহফিল
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কার আশা গুঁড়িয়ে ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন আফগানিস্তান