নিন্দুক

শর্মি বড়ুয়া | মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

নিন্দুকেরা বলবে কথা

পালন করো নীরবতা।

গড়বে ভবিষ্যৎ

থাকবে তুমি সৎ।

নিন্দুকেরা করবেই তো

নিন্দা সর্বদা।

ভাল কাজে মন দিলেই

দেবে তো বাঁধা।

এটা নয় ওটা নয়

করবে নানান ঝামেলা।

এটা তাদের স্বভাব যেনো

কাটে এভাবেই বেলা।

কারো কথায় কান না দিয়ে

নিজের জীবন গড়

তবেই দেশ এগিয়ে যাবে

হবে তুমি বড়।

পূর্ববর্তী নিবন্ধবিনোদন হোক শিক্ষণীয়
পরবর্তী নিবন্ধভাষা আন্দোলন এবং আমাদের অর্জন